মানুষ ভোটকেন্দ্রে গিয়ে প্রমাণ করবে তারা নৌকার পক্ষে : এসএম কামাল
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এসএম কামাল হোসেন বলেছেন, মানুষ ভোটকেন্দ্রে গিয়ে প্রমাণ করবে তারা নৌকার পক্ষে, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে, উন্নয়নের পক্ষে।
রোববার (২৪ ডিসেম্বর) নৌকা প্রতীকের পক্ষে খুলনা-৩ আসনের নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
এসএম কামাল হোসেন বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হবে না, যিনি ভোট দিতে যাবেন তিনি যতই শক্তিশালী হোক বুথে গিয়ে ভোট দেবেন। কোনো টেবিলে নিজের ভোটের সিল মারতে পারবেন না। অন্যের ভোট তো দূরের কথা নিজের ভোটও অন্ধকার বুথে গিয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, আমি চাই নির্বাচন কমিশন এ অঞ্চলে বিতর্কের ঊর্ধ্বে নির্বাচন পাক। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিক, তার ভোট প্রদানে যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আমার এখন কাজ হচ্ছে জনমত সৃষ্টি করা। সেই ক্ষেত্রে আমি বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি, একটা উৎসবের আমেজ এ এলাকায় তৈরি হয়েছে। গণসংযোগ করছি। মানুষ ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যেতে তাকিয়ে রয়েছে।
বিজ্ঞাপন
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, যারা নির্বাচন প্রতিরোধের নামে মানুষ পুড়িয়ে মারার পরিকল্পনা করছে, মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
এসএসএইচ