এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে বরগুনা নৌবন্দরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের দুই বছর পার হলেও এখনো আমরা এর ভয়াবহ স্মৃতি বহন করছি। সেদিনের ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৪৯ জন নিরীহ যাত্রী দগ্ধ হয়ে মারা যান। অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। যাত্রী অধিকার নিশ্চিত না কারায় সেদিন লঞ্চে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাস কিংবা লঞ্চ নয়, সর্বক্ষেত্রেই যাত্রীদের অধিকার নিশ্চিত করা হলে এ ধরনের বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রেহাই পাবেন বলেও জানান বক্তারা।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন বরগুনা নদীবন্দর কর্মকর্তা নিয়াজ মোর্শেদ খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠিতা ও টেলিভিশন সাংবাদিক ফোরামে সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি ও বরগুনা প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সদস্য আরিফুর রহমানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ ডিসেম্বর আনুমানিক রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগমী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হন ৪৯ জন যাত্রী। এ ছাড়াও আহত হন ওই লঞ্চে থাকা প্রায় শতাধিক যাত্রী।

এসএসএইচ