নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। এদিন উপলক্ষ্যে সকাল থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা মেতে উঠেছে নানা উৎসবে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বড়দিন উপলক্ষ্যে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতেমা রাণী ক্যাথলিক গির্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনার। 

খ্রিষ্টান ধর্মাবলম্বী নারী-শিশু ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে গোটা মানবজাতির আগামী দিনের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করা হয়। 

খ্রিষ্ট ভক্তরা এ সময় যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসঙ্গে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহ্বান জানান। সমবেত প্রার্থনা শেষে সকলে মিলিত হয়ে যীশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করেন। এ সময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন ফাতেমা রাণী ক্যাথলিক গির্জার পুরোহিত ফাদার সুমন পিটার কস্তা, সিএসসি। 

ফাদার সুমন পিটার কস্তা সিএসসি ঢাকা পোস্টকে বলেন, এই জগৎ যখন পাপে পরিপূর্ণ তখন ঈশ্বর মানব বেশে জন্মগ্রহণ করে জগতে এসেছেন, আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সংঙ্গে বাস করেন। প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি ঈশ্বর যেভাবে জগতকে ভালোবেসেছেন, যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মধ্য দিয়ে যেন আমরা সকলকে ভালোবাসতে পারি এবং একসঙ্গে পথ চলতে পারি।

 মো. শহীদুল ইসলাম/এএএ