নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা জাতীয় পার্টির (জাপা) সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিক। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। তিনি জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ভাগনে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম ঢাকা পোস্টকে বলেন, এখনো কোনো চিঠি পাইনি। যদি অব্যাহতি দিয়ে থাকে, এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমি জনগণের জন্য ভোট করছি, কোনো দলের জন্য নয়।

শরিফুল ইসলাম/এমজেইউ