লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ পৌরসভার কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক আশরাফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু ও ছাত্রদল নেতা মো. মামুন।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলাইমান বলেন, গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক ও রাজনৈতিক সহিংসতা মামলার আসামি। অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা থানা হেফাজতে রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ কার্যক্রমটি শান্তিপূর্ণ ছিল। কিন্তু পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়নে আমাদের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে। যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর কথা পুলিশ বলছে, সেই মামলায় তাদের নাম নেই। তামাশার নির্বাচন বাস্তবায়ন করতেই পুলিশ সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার করে চলেছে।

হাসান মাহমুদ শাকিল/এমজেইউ