নীলফামারীর চার আসনের ভোটের হালহকিকত
তফসিল ঘোষণার পর নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে ১০ জনের মনোনয়ন বাতিল এবং ২৭ জনের বৈধ হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান সাতজন এবং উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান একজন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৭ জন সরে যান এবং দলের নিবন্ধন বাতিল হওয়ায় একজনের মনোনয়ন বাতিল করা হয়। প্রতীক বরাদ্দ শেষে চূড়ান্ত হওয়া ২৭ প্রার্থী এখন দলীয় ও স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট প্রার্থনার প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
জেলার চারটি সংসদীয় আসনে কতজন প্রার্থী, কে কোন প্রতীকে লড়ছেন, কে আছেন বিজয়ের সম্ভাবনায় এগিয়ে, ভোটার সংখ্যা কত, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কতটি- এসব প্রশ্নের উত্তরের সম্মিলন নিয়ে ঢাকা পোস্টের এবারের আয়োজন ‘ভোটযুদ্ধের হালহকিকত’।
বিজ্ঞাপন
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগে মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ‘নৌকা’, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) তসলিম উদ্দিন ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী ‘সোনালি আঁশ’, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জাফর ইকবাল সিদ্দিকী ‘নোঙর’, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ‘টেলিভিশন’, জাতীয় পার্টির (জেপি) মখদুম আজম মাশরাফি ‘বাইসাইকেল’ ও স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৯৬ জন, পুরুষ ২ লাখ ১৬ হাজার ৭৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এখানকার ১৫৪টি ভোটকেন্দ্রের ৯৬৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ভোটযুদ্ধে এ আসনে ৭ জন নির্বাচনী লড়াইয়ে থাকলেও মূলত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী ‘নোঙর’ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে।
বিজ্ঞাপন
নীলফামারী-২ (সদর উপজেলা) আসনে ভোটযুদ্ধে রয়েছেন চারজন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দলীয় প্রতীক ‘নৌকা’, জাতীয় পার্টির শাহজাহান আলী চৌধুরী ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের মোরছালীন ইসলাম ‘ডাব’ ও স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩ এবং পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭১৮ জন। নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৩৫টি ভোটকেন্দ্রের ৮০১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ‘নৌকা’ প্রতীকের সঙ্গে মুল প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকের জয়নাল আবেদীন।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির খলিলুর রহমান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর ‘হাত ঘড়ি’, গণতন্ত্রী পার্টির মোজ্জামেল হক ‘কবুতর’, জাতীয় পার্টির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের ‘কেটলী’, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা ‘ঈগল’ এবং কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল ‘কাঁচি’ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম ‘মোড়া’ ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান ‘ট্রাক’ প্রতীক পেলেও গত ২২ ডিসেম্বর আসনের একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী মার্জিয়া সুলতানাকে (ঈগল) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা। এই আসন থেকে দলীয় সমঝোতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তাফাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভোটযুদ্ধে এ আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ ভোটারদের কাছে ‘ঈগল’ ও ‘কাঁচি’ রয়েছে প্রতিদ্বন্দ্বিতার আলোচনায়।
এখানে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৩৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৩৮ জন ও পুরুষ ১ লাখ ৪০ হাজার ৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। এ আসনের ১০৫টি ভোটকেন্দ্রের ৬২০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে ভোটাররা।
নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান ‘লাঙ্গল’, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এম সাজেদুল করিম ‘নোঙর’, তৃণমূল বিএনপির ড. আব্দুল্লাহ আল নাসের ‘সোনালী আঁশ’, জাতীয় সমাজ তান্ত্রিক দলের(জাসদ) আজিজুল হক ‘মশাল’, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাই সরকার ‘আম’, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন ‘ট্রাক’ ও জাতীয় পার্টি মনোনয়নবঞ্চিত ও জেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর আলম ‘কাঁচি’ প্রতীকে লড়ছেন।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৩৮ জন, পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৮৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৬৯টি ভোটকেন্দ্রের ৯৬৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবুলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভোটযুদ্ধে এ আসনে লাঙ্গল, ট্রাক ও কাঁচি প্রতীকের প্রার্থীর সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
মোট ভোটার ও প্রার্থী
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, নীলফামারী-১ আসনে ৭ জন, নীলফামারী-২ আসনে চারজন, নীলফামারী-৩ আসনে ৯ জন ও নীলফামারী-৪ আসনে ৭ জনসহ মোট ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরও জানান, জেলায় মোট ভোটার ১৪ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭৫ জন। পুরুষ ৭ লাখ ৫০ হাজার ৪৩০ এবং তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছে। জেলার মোট ৫৬৩টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৩৫৪টি ভোটকক্ষে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
এএএ