দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী বিভাগে ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে শুধু রাজশাহী জেলায় ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। 

বিজিবি মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান।

জানা গেছে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী জেলার ৬টি আসনের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রিজার্ভ হিসেবে আরও দুই প্লাটুন বিজিবি থাকবে রাজশাহীতে।

রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে রাজশাহী-২ সদর আসন। এই আসনে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সংসদীয় রাজশাহী-৩ আসনে ৩ প্লাটুন। রাজশাহী-৪ আসন বাগমারা উপজেলায় ৩ প্লাটুন। পুঠিয়া-দুর্গাপুর নিয়ে রাজশাহী-৫ আসন। এই আসনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, চারঘাট-বাঘা নিয়ে রাজশাহী-৬ আসন। এই আসনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাজশাহী-১ আসনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। 

রাজশাহী জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা বলেন, রাজশাহী ছয়টি আসনে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখতে বিজিবি কাজ করবে। তারা রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে টহল দেবে।

শাহিনুল আশিক/এএএ