খুলনায় হার্ডওয়্যার দোকানে আগুন
খুলনায় একটি হার্ডওয়্যার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া আরাফাত মসজিদ সংলগ্ন দোকানটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় যুবক আব্দুল গাফ্ফার বলেন, রাতে তারা কয়েকজন বন্ধু মিলে আরাফাত মসজিদের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কিছু পোড়া গন্ধ পেয়ে ছুটে যান। আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন তারা। কিন্তু এর আগে পুড়ে সব শেষ হয়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ— খবর দেওয়ার আধাঘণ্টা পর এসেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
দোকান মালিক উৎপল কুমার জানান, রাত সাড়ে ১০ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। এর কিছুক্ষণ পরেই স্থানীয়রা ফোন করে তাকে জানান— দোকানে আগুন লেগেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গত ২ দিন আগে দোকানে ১০ লাখ টাকার মালামাল তোলা হয়েছে আর আজ সব পুড়ে ছাই হয়ে গেল। সবমিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়েছে।
খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. মাহমুদ জানান, সংবাদ পেয়ে ১১টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, তাও জানা যায়নি।
মোহাম্মদ মিলন/এমজে