বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে মোকাবিলার প্রস্তুতি রয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের অভিযোগ একেবারেই নগণ্য। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করলে ভোটারদের আস্থা ফিরে আসবে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলায় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩৫ প্রার্থীর সঙ্গে মতবিনিময় ও শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সিইসি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি করছে, এটা গণতান্ত্রিক অধিকার। তবে তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ হবে না। নির্বাচন যে কোনো মূল্যে নিরপেক্ষ হতেই হবে। নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমানো হবে না। তবে কেউ ফেব্রিকেট তথ্য (মিথ্যা কাহিনী) ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে সিলেট সার্কিট হাউসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের ৬টি আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন সিইসি। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মাসুদ আহমদ রনি/আরএআর