খুলনায় পৌঁছেনি মাধ্যমিকের ৪ লাখ ৫৩ হাজার বই
খুলনায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। সোমবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে খুলনা জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লাখ ৫৩ হাজার ৩৫২টি বই এখনো পৌঁছায়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩৯৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫টি স্কুল অ্যান্ড কলেজের ২৬ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর জন্য পাঠ্যপুস্তকের চাহিদা ৩০ লাখ ৮৬ হাজার ৬৪৫টি। পাওয়া গেছে ২৬ লাখ ৩৩ হাজার ২৯৩টি বই। এখনো বাকি রয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৩৫২ টি বই।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারহানা নাজ ঢাকা পোস্টকে বলেন, আমরা ৮৫ শতাংশ বই পেয়েছি। বাকি বই খুব দ্রুতই পেয়ে যাব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাধ্যমিকে শতভাগ বই না এলেও জেলায় প্রাথমিকের শতভাগ বই এসেছে। বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছেন বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম।
তিনি জানান, জেলার ১ হাজার ৫৭৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ১৪ হাজার ১৩১ জন শিক্ষার্থীর চাহিদা ১০ লাখ ১৬ হাজার ৬৩৭টি বই। চাহিদার সব বই ইতোমধ্যে চলে এসেছে।
মোহাম্মদ মিলন/এমজেইউ