রাজবাড়ী-২ আসন
হুমকি-ধমকির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
প্রচার-প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকিসহ নানা ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
বিজ্ঞাপন
স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী জানান, প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নানা ষড়যন্ত্রের শিকার। প্রথমে প্রার্থিতা বাতিল করা হলেও তা আপিলে ফিরে পেয়েছেন। প্রচারণা শুরু হওয়ার পর থেকে তাকে এক মুহূর্তেও স্বস্তিতে থাকতে দেওয়া হয়নি। কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে, হামলা করা হয়েছে। ভোট চাইতে গেলে লাঞ্ছিত করা হয়েছে। প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে তার প্রচার-প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া, হুমকি-ধামকি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভয়ভীতি ও হুমকি-ধমকিতে ভয় পাবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বিজ্ঞাপন
নুরে আলম সিদ্দিকী আরও বলেন, সকলের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ভিন্নমত পোষণ করলেই তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। একটি দুর্বৃত্ত শ্রেণীর কাছে রাজবাড়ী-২ আসনের মানুষ জিম্মি হয়ে আছে। এভাবে আর চলতে পারে না। ভয়কে জয় করার সময় এখন এসেছে। রাজবাড়ী-২ আসনের দীর্ঘদিনের দুর্বৃত্তায়ন দূর করার এখনই সময়। ফলে আমি আশাবাদী, শত বাধা, ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে ৭ জানুয়ারি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর মানুষ ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএএ