মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত
মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে পরিত্যক্ত একটি বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামে এক কৃষক মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার হয়জদ্দিনের আম বাগানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত সোহান সদর উপজেলার শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সোহান হয়জদ্দিনের আমবাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় প্লাস্টিকের ব্যাগে তার পা পড়ে। এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। বোমার আঘাতে কৃষক সোহানুরের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে
খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, একটি পড়ে থাকা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন কৃষক আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
আকতারুজ্জামান/এএএ