কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে রাতের যেকোনো সময় থেকে ফেরি চলাচল শুরু হবে।

বুধবার (৩ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, বুধবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নদী ও আশপাশের এলাকাজুড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। তাই নদীপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে বা চ্যানেলে নোঙর করা হয়নি। সেইসঙ্গে রাতের যেকোনো সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ট্রাফিকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।

সাইফ রুদাদ/এমএ