মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগমের নির্বাচনী জনসভায় গান গেয়ে নৌকার মার্কায় ভোট চাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী, বাউল শিল্পী বাবলি সরকার ও মুক্তা সরকার। গানে গানে তারা মমতাজের জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

বুধবার (৩ জানুয়ারি) রাতে হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় নৌকার প্রার্থী মমতাজ বেগমের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তারা গান গেয়ে নৌকার পক্ষে ভোট চান।

এসময় রবি চৌধুরী বলেন, এমপি হওয়ার পরে অনেকের ভাবসাব থাকে। কিন্তু মমতাজ বেগম তিনবার এমপি হওয়ার পরেও কোনো ভাবসাব নেই। আমি ‍শুনেছি, অনেকে কোটি কোটি টাকা উড়াচ্ছেন। টাকা কিন্তু তারা আবার ওঠাবে। আর ‍উনি (মমতাজ) শিল্পী মানুষ গান শুনান, মানুষ মারেন না, জীবন দেন। ক্যানসার রোগীকে সহযোগিতা করেন। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।

এছাড়া বাউল শিল্পী বাবলি সরকার ও মুক্তা সরকারও ভোটারদের কাছে গানে গানে মমতাজের নৌকার মার্কায় ভোট কামনা করেন।

সোহেল হোসেন/এমএ