নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছে বিএনপি নেতা ছিদ্দিক আলী মিষ্টু। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোরের লালপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার করা হয়।
বুধবার (৩ জানুয়ারি) বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলাধীন লালপুর থানা বিএনপির ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, গত ডিসেম্বর মাসের এক অনুষ্ঠানে বিএনপির নেতা মিষ্টু স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের জন্য দোয়া চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে সদ্য বহিষ্কার হওয়া বিএনপি নেতা ছিদ্দিক আলী মিষ্টু বলেন, আমার একটি বক্তব্যকে এডিট করে উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়েছে। তারা কেন্দ্রিয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এই আদেশ প্রদান করেছে। আমি বিএনপির সঙ্গে আছি, থাকব।
গোলাম রাব্বানী/আরকে