সাতক্ষীরা সদর-২ আসনের ভবানিপুরে লাঙ্গলের কর্মী আফজারুল হককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী এমপি মোস্তাক আহমেদ রবির কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভবানীপুরে ৮-১০ জনের একটি বাহিনী তাকে মারধর করে আহত করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের ছেলে জানায়, বিকেলে লাঙ্গল প্রতীকের জনসভা শেষ করে বাড়ির পাশে মোড়ে অবস্থান করছিলেন বাবা। সেখান থেকে বাড়িতে ফেরার পথে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আহতের খোঁজখবর নিতে হাজির হন লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশুসহ নেতাকর্মীরা। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান জাতীয় পার্টির এ প্রার্থী।

এ বিষয়ে মোস্তাক আহমেদ রবি ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি লোক মারফতে শুনেছি। এ বিষয়ে আমি বিস্তারিত জানি না।

এ ঘটনায় সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ হোসেন/এমএ