ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে সাকুরা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫), আরেকজনের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

তিনি বলেন, গৌরনদী থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে মুলাদীর বাড়িতে রওয়ানা হন ইয়াদ উদ্দিন কামাল। মোটরসাইকেলটি মহাসড়কের শারমিন ক্লিনিকের কাছে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৪৮০৭) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন।

ঘটনার পর পর স্থানীয়রা সাকুরার গাড়ি চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারকে (২৩) আটক করে।

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সৈয়দ মেহেদী হাসান/এমএ