নিহত বড় ভাই আয়ুব আলী

কক্সবাজারের রামুতে বড় ভাই আয়ুব আলীকে (২৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই মো. ইয়াছিন। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আয়ুব আলী ওই এলাকার মৃত বশির আহমদের বড় ছেলে। ছোট ভাই মো. ইয়াছিনসহ দুইজনই পেশায় পশু চিকিৎসক।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল্লাহ বিদ্যুৎ জানান, আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই মো. ইয়াছিন ও তার মায়ের সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই সম্পত্তির জেরেই আয়ুব আলীর বিরুদ্ধে মামলা করেন ছোট ভাই ইয়াছিন ও তার মা। মামলার জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছোট ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

সাইদুল ফরহাদ/এএএ