সদর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা এবারও জনগণের আস্থায় এগিয়ে রয়েছেন। তিনবারের এই সংসদ সদস্যের পক্ষে নগরের পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ হয়েছেন ১৪ দলের নেতাকর্মীরা। ফলে ওয়ার্ডে-ওয়ার্ডে নৌকার শক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। ওয়ার্ড পর্যায়েও উন্নয়নের প্রতীক নৌকা মার্কার বাইরে কিছু ভাবছেন না ভোটাররা।

ব্যাপক প্রচার-প্রচারণা মধ্য দিয়ে নগরীর ৩০টি ওয়ার্ডে নৌকা প্রতীকের জানান দিয়েছেন ফজলে হোসেন বাদশা। প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় হয়েছে নির্বাচনী শোডাউন ও প্রচার মিছিল। নৌকার পক্ষে প্রচারণায় বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। প্রচারণাকালে উন্নয়ন, স্মার্ট ও আধুনিক নগরীর বার্তা পৌঁছে দিয়ে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে ভোট চান কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, রাজশাহী-২ আসনে নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন ১৪ দলের নেতাকর্মীরা।

নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনে নৌকার জয় সুনিশ্চিত করতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মাঠে আছে। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজশাহীর যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তা উপলব্ধি করে অবশ্যই জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সমৃদ্ধির পথকে প্রসারিত করতে হবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু বলেন, গতকাল বৃহস্পতিবারের জনসভায় প্রচুর মানুষ হয়েছিল। পুরো সাহেববাজারের অলিগলি থেকে মানুষ বাদশা ভাইয়ে বক্তব্য শুনেছেন। এটা নৌকার পক্ষে গণজোয়ার বলা চলে। নগরী ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কিছু মানুষ নৌকার পক্ষে কাজ করছে। ফলে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ধারণা সদর আসনে ৬০ শতাংশ ভোট কাস্ট হবে। নতুন প্রজন্ম, যারা কোনো দিন ভোট দেয়নি তারা উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবে। নতুন প্রজন্মের একটা বড় অংশ নৌকা প্রতীকে ভোট দেবে। সেই জায়গা থেকে জয়ের ব্যাপারে তারা আশাবাদি।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা আছে। সেই জায়গা থেকে নৌকা প্রতীকের প্রতি দেশের মানুষের একটা টান আছে। মূলত প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসার জায়গা থেকে নৌকা প্রতীকের প্রতি ভালোবাসা। এই জায়গা থেকে নৌকা প্রতীকের প্রতি জোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।

প্রসঙ্গত, সদর আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা, জাসদ প্রার্থী আবদুল্লাহ আল মাসুদ শিবলী, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী কামরুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মারুফ শাহরিয়ার ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ইয়াছির আলিফ বিন হাবিব।

শাহিনুল আশিক/এমএএস