নোয়াখালীতে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনে ৫১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সেখানে স্থায়ী ও অস্থায়ী মিলে ভোটকেন্দ্রের সংখ্যা ৮২০টি। ভোট কক্ষের সংখ্যা ৫ হাজার ৩৯৩টি। ভোটার ২৬ লাখ ২১ হাজার ৭০৪ জন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ১২৯টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে চাটখিল উপজেলায় ৫৫টি, সোনাইমুড়ীতে ৫৯টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। নোয়াখালী-২ আসনে (সেনবাগ-সোনাইমুড়ী) ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৮টিকেই গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১৪৯টি কেন্দ্রের মধ্যে ৭৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১১৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্র, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ১৩২টি কেন্দ্রের মধ্যে ১১৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ৯৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পরিপত্র অনুসারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও বিশেষ নজরদারি করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। মায়ের কোলে শিশু যেভাবে নিরাপদ তেমন ভোটকেন্দ্র ভোটারদের জন্য নিরাপদ। তাই ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। কেউ যাতে ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে এবং শান্তি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরিকল্পনা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগে ও পরে জেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে মোট ৩৩ জন প্রার্থী চূড়ান্ত ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন মোট আটজন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে সাতজন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ছয়জন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে চারজন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে পাঁচজন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৬ লাখ ২১ হাজার ৭০৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৫ হাজার ৬৩৮ জন, নারী ভোটার লাখ ১২ হাজার ৫৬ হাজার ৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। নোয়াখালীর ছয়টি আসনে নির্বাচন সুষ্ঠু করতে ভোটের মাঠে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ৮ প্লাটুন, বিজিবি ১২ প্লাটুন, ব্যাটালিয়ন আনসার ৯২ জন, নৌবাহিনীর ১০০ জন সদস্য, ৮০ জন র্যাব, ৮০ জন কোস্টগার্ড ও ৯ হাজার ৮৪০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
হাসিব আল আমিন/আরএআর