বরিশাল-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি। শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচনী এলাকা নম্বর-১২৩, বরিশাল-৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শিবলী নোমান খান এ নোটিশ দেন।

মূলত ৪ জানুয়ারি ব্রজমোহন স্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় রিপন ভোটের দিন সকাল ৭টার মধ্যে সদর উপজেলার সমস্ত কেন্দ্র দখল করে নেওয়া ও মহানগর আওয়ামী লীগের নেতাদের বরিশাল সিটি করপোরেশনের সমস্ত নির্বাচনী কেন্দ্র দখল করে নেওয়ার হুমকি দেন। যার একটি ভিডিও ফুটেজ নির্বাচনী অনুসন্ধান কমিটির দপ্তরে রয়েছে।

প্রকাশ্যে জনসভায় হুমকি দেওয়ায় রিপনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। তাই কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না ও নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না জানতে চেয়ে ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি। রিপনকে নিজে বা তার দেওয়া ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে রিপন জানিয়েছেন, অনুসন্ধান কমিটির চিঠি পেয়ে জবাব দেওয়া হবে।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস