নরসিংদীতে ঈগলের সমর্থকের ওপর নৌকার সমর্থকদের হামলা
নরসিংদীর শিবপুরে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকদের ওপর নৌকা প্রতীকের সমর্থকদের অতর্কিত হামলায় মেরাজ উদ্দিন ভূইয়া (৪০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত মিরাজ ভূইয়া দরগারবন্দ মধ্যপাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ভূইয়ার ছেলে। আহত মিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা ও স্থানীয়রা জানান, বিকেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আফজাল, শিমুলিয়া এলাকার সাবেক মেম্বার মোক্তার, লাখপুর এলাকার নাসির মেম্বার ও লতিফের বাড়িতে নৌকার সমর্থকরা হামলা চালায়। এ সময় আহত হন অন্তত ১০ জন। আহতদের মধ্যে মেরাজ উদ্দিন ভূঁইয়াকে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।
বিজ্ঞাপন
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বলেন, নির্বাচনের আগের দিন এ ধরনের ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।
স্থানীয়রা জানান, বিকেলে দুটি মাইক্রোবাসে করে এসে প্রথমে দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসম্পাদক সাব্বিরের বাবা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সোহরাব হোসেনকে খোঁজেন। এ সময় তাকে না পেয়ে রাস্তায় মাঝে মিরাজকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দুলালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ঈগল মার্কার সমর্থক মুক্তার হোসেন বলেন, আমাকে বাড়িতে না পেয়ে আগামীকাল কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে গেছে। এমন ঘটনায় দুলালপুর ইউনিয়নে থমথমে উত্তেজনা বিরাজ করছে।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব বলেন, আমি এ বিষয়ে জানতে পেরেছি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে র্যাব, বিজিবি ও পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করার জন্য যাচ্ছি।
তন্ময় সাহা/এএএ