নোয়াখালীতে নির্বাচনী সহিংসতাসহ যে কোনও অভিযোগ দ্রুত সমাধানের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

শনিবার (৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এ কন্ট্রোল রুম খোলা থাকবে। নির্বাচন সংক্রান্ত যে কোনও অভিযোগ ও তথ্য কন্ট্রোল রুমে (০১৭০৫৪০১০০০) জানানোর জন্য অনুরোধ করা হয়।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বিজ্ঞপ্তির বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭ জানুয়ারি ভোটের দিন থেকে তিনদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে এ কন্ট্রোল রুম। যে কোনও তথ্য জানানো যাবে কন্ট্রোল রুমের নম্বরে। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

হাসিব আল আমিন/টিএম