‘দেশপ্রেমের কারণেই ভোট দিতে এসেছি’
বয়স্ক শারীরিক প্রতিবন্ধী আব্দুল ওয়াদুদ বিশ্বাস। সাড়ে ৩শ টাকা গাড়ি ভাড়া দিয়ে মেয়ের বাড়ি থেকে ঝিনাইদহ সদরে এসেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় বাড়ি থেকে ছেলেকে সঙ্গে নিয়ে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে এসেছেন। এরপর আনসার বাহিনীর সহযোগিতায় ভোটকক্ষে গিয়ে ভোট দেন তিনি।
ভোটপ্রদান শেষে আনসারদের সহযোগিতায় তাকে পৌঁছে দেওয়া হয় তার ছেলের কাছে। সকাল ৮টা থেকে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের ৬ উপজেলার ৫৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে ভোট দিতে আসছেন নানা বয়সী নারী-পুরষ। নিরাপত্তার চাদরে মোড়ানো ৪টি আসনের প্রতিটি কেন্দ্রেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
বিজ্ঞাপন
কালিকাপুর ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল ওয়াদুদ বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, দেশ প্রেমের কারণেই ভোট দিতে এসেছি। গতকাল মেয়ের বাড়ি থেকে সাড়ে তিনশ টাকা খরচ করে বাড়িতে আসছি ভোট দিতে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক শান্তি পেয়েছি। আমার ভোটে দেশের অনেক কিছু হবে এজন্য কষ্ট করে ভোট দিতে আসছি।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রতিবন্ধী ভোটার আব্দুল ওয়াদুদ বিশ্বাস উনি আসার পর বাইরে দাঁড়িয়ে ছিল। এরপর আমি দেখার পর আনসার বাহিনীকে তাকে সাহায্য করতে বলি। তারপর তাদের সহযোগিতায় তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষ হলে আবারও আনসার বাহিনী তাকে সহযোগিতা করে রাস্তায় পৌঁছে দিয়েছেন। তিনি ভোট দিতে পেরে খুবই খুশি এবং আশ্বস্ত। সকাল ৮টা থেকে ভোটগ্রহণের শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত ৩শ' অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিজ্ঞাপন
ঝিনাইদহ-১ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু) আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬টি। এরমধ্যে পুরুষ ভোটর ১ লাখ ৫৩ হাজার ৫৭৭টি, মহিলা ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯টি। এই আসনে নতুন ভোটর ২৯ হাজার ৯৯৮টি।
ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেটি ঝুকিঁপূর্ণ বলা হয়েছে। ওই আসনে মোট ভোটার সংখ্যা ২২৯৫ জন। যার মধ্যে মহিলা ভোটার ১১৭৬ জন, পুরুষ ভোটার ১১১৯ জন।
এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১৯ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের ১৫ প্লাটুন, বিজিবি ৯ প্লাটুন, আনসার ব্যাটালিয়ন ৭ হাজার ২০ জন, পুলিশ ১ হাজার ৬০৪ জন মোতায়েন করাসহ ও র্যাবের ৮টি ভ্রাম্যমাণ টিম দায়িত্বে রয়েছে।
এছাড়া ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স কাজ করে করবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এবারের নির্বাচনে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৬ জন প্রার্থী। নির্বাচনে ৫৮৫টি ভোটকেন্দ্রে ১৫ লাখ ১ হাজার ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৫৪ হাজার ৬৭০ জন, নারী ভোটার ৭ লাখ ৪৬ হাজার ৭৯৮ জন ও হিজড়া ভোটার রয়েছে ১২ জন।
আব্দুল্লাহ আল মামুন/আরকে