দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন হাসেম মোল্লা (১২১)।

রোববার (৭ জানুয়ারি) কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতিকে নিয়ে ভোট দিতে এসেছেন তিনি।

শতবর্ষী বৃদ্ধ হাসেম মোল্লা ঢাকা পোস্টকে বলেন, আমার বয়স ১২১ বছর। শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। অনেক ভালো লাগছে।

এদিকে, সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তেমন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। নির্বাচনী এলাকায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে।

এসএস আলমাস/এমজেইউ