আম বাগা‌নে ছোটাছুটি করছিল ভারত থে‌কে আসা এক‌টি নীলগাই। এরপর গ্রা‌মের শতা‌ধিক ব্যক্তি গরুটিকে ধাওয়া ধাওয়া করে জবাই ক‌রেন। জবাই‌য়ের ১০‌ মি‌নিটের ম‌ধ্যে পু‌লিশ আসার খবর পে‌য়ে যে যার মত গরুটির মাংস লুট‌ ক‌রে নি‌য়ে পালিয়ে যায়।

রোববার (৭ জানুয়ারি) রাণীশং‌কৈল উপ‌জেলা‌র রা‌তোর ইউ‌নিয়‌নে ভেলাই গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়। তি‌নি ব‌লেন, বিকেল ৩টার দি‌কে নীলগাই‌টিকে ধাওয়া‌ ক‌রে ধ‌রে ফে‌লে গ্রামের লোকজন। এরপর সে‌টি‌কে জবাই ক‌রে তার মাংস যে যার মতো নি‌য়ে চ‌লে যায়। ঘটনার সময় আমরা ও প্রশাস‌নের লোকজন সবাই তো ভোটকে‌ন্দ্রে ছিলাম। 

ভেলায় ৭নং ইউ‌পি সদস্য মকবুল চৌধুরী ব‌লেন, খবর পে‌য়ে নীলগাই‌টি‌কে বাঁচা‌তে যাব। এমন সময় জানতে পারি গ্রা‌মের লোকজন গরুটিকে জবাই ক‌রে ফেল‌ছে। প‌রে তারা পু‌লিশ আসার খবর পে‌য়ে যে যার মতো ক‌রে মাংস ভাগ করে নি‌য়ে যায়। এমন‌কি তাড়াহু‌ড়ো কর‌তে গি‌য়ে জবাই করার বি‌ভিন্ন ছু‌রি ও দা পা‌য়ে লে‌গে অ‌নে‌কে আঘাতও পায়। গ্রা‌মের কমপ‌ক্ষে ১৮০‌-২০০ জন লোক মিলে এ কাজ করেন।

স্থানীয় র‌নি তালুকদার না‌মে এক ব্যক্তি ব‌লেন, নীলগাই‌টি ভারত থে‌কে প্রায় ২০‌ কি‌লো‌মিটার পা‌ড়ি দি‌য়ে গ্রা‌মের এক‌টি আমবাগা‌নে আশ্রয় নি‌য়ে‌ছি‌ল। কিন্তু গ্রা‌মের কিছু অস‌চেতন ব্যক্তি গরুটিকে জবাই করে মাংস ভাগ করে নেয়।

ঠাকুরগাঁও বন‌বিভা‌গের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুন ব‌লেন, খবর পে‌য়ে স্থানীয় বন‌বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা‌কে সেখা‌নে পা‌ঠি‌য়ে‌ছিলাম। সেখানে নীলগাই‌য়ের কোনো অস্বিত্ব খুঁ‌জে পায়‌নি। ত‌বে বিষয়‌টি আরও অনুসন্ধান ক‌রে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরিফ হাসান/এএএ