টানা তৃতীয়বারের মতো জিতলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান রাত সোয়া ৯টার দিকে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বিজ্ঞাপন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিথিলা রওয়াজা লাঙ্গল মার্কায় পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। নির্বাচিত কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে তার ভোটের ব্যবধান ২ লাখ ৯ হাজার ৮৭৮ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপি সোনালী আশ মার্কায় ৯৫২৬ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি আম মার্কায় ৮হাজার ৪শত ৫৬ ভোট পেয়েছে।
বিজ্ঞাপন
মো. শাহজাহান/এমটিআই