সাতক্ষীরা -২ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আশরাফুজ্জামান আশু। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭টি ভোট।

নিকটতম অন্য প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আফসার হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট এবং কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এহসান বাহার বুলবুল পেয়েছেন ৪৮০ ভোট। 

এছাড়া, তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী সোনালী আঁশ প্রতীক নিয়ে ৩০৩টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মো. আনোয়ার হোসেন আম প্রতীক নিয়ে ৯৩৮টি ও বিএনএমের মো. কামরুজ্জামান বুলু নোঙর প্রতীক নিয়েছে পেয়েছেন ৭২৫টি ভোট।

আসনটির ১৩৮টি ভোট কেন্দ্রে মোট ভোট গ্রহণ হয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৪টি। আসনটিতে ভোটের মাঠে লড়েছেন সাত প্রার্থী। 

প্রসঙ্গত, সাতক্ষীরা-২ আসনের আ.লীগ থেকে এতদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মীর মোস্তাক আহমেদ রবি। ২০১৪ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

পরে ২০১৮ সালে পুনরায় নৌকা প্রতীক নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আ.লীগের মনোনীত না হওয়ায় স্বতস্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে করে বড় ব্যবধানে পরাজিত হলেন।

সোহাগ হোসেন/কেএ