সোয়া দুই লাখ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো এমপি হলেন শেখ হেলাল
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১২৪টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ২১০টি ভোট।
বিজ্ঞাপন
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিন উপজেলার এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৮২১ জন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
শেখ আবু তালেব/কেএ