দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি সংসদীয় আসনের ৩টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ভোটের ফলাফল ঘোষণা করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদ ৭৭ হাজার ৯৪৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকার প্রার্থী প্রার্থী মো. শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭টি।

নাটোর-২ (নাটোর সদর- নলডাঙ্গা) আসনে নৌকার প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল ১ লাখ ১৬হাজার ৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ১৫৪টি ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীক নিয়ে অ্যাড. জুনাইদ আহমেদ পলক ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬৮৮টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪৩ হাজার ৬৫৯টি ভোট।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকা প্রতীক নিয়ে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮২টি এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৯০ হাজার ৭৪৮টি ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসন রয়েছে। চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার সংখ্যা ৭ লাখ ৩০ হাজার ২২৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন রয়েছে। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোলাম রাব্বানী/পিএইচ