মাদারীপুরে দুটিতে নৌকার জয়, একটিতে স্বতন্ত্র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনের দুইটিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর-ই-আলম চৌধুরী নৌকা প্রতীকে টানা ৭ম বারের মতো নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭৩১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মো. মোতাহার হোসেন পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। এ আসনে ১০২টি ভোটকেন্দ্রের মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫ জন। মোট প্রাপ্ত ভোট ২ লাখ ১ হাজার ১২৩টি। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৫১৯টি। ভোট পড়ার হার ৬৬ দশমিক ৭৯ ভাগ।
বিজ্ঞাপন
মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে শাজাহান খান নৌকা প্রতীকে টানা ৮ম বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে একে.এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫টি ভোট। আসনটিতে ভোটার রয়েছেন ৪ লাখ ৭ হাজার ৪৮০ জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১৮২টি। এরমধ্যে বৈধ ভোট ২ লাখ ৩১ হাজার ৬১৫টি। এ আসনে মোট ভোটের হার ৫৭ দশমিক ৪৮ ভাগ।
মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে ঈগল প্রতীকের মোসা. তহমিনা বেগম ৯৬ হাজার ৬৩৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুস সোবাহান গোলাপ নৌকা প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯৭১টি। এ আসনে ভোট পড়েছে ৪৫ দশমিক ২৬ ভাগ।
বিজ্ঞাপন
এএএ