টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে এক সমর্থককে গ্রেপ্তা‌রের প্রতিবা‌দে অনুসারীদের নিয়ে মহাসড়ক অবরোধ করে থানার সামনে অবস্থান নিয়েছেন সা‌বেক মন্ত্রী এবং এবারের নির্বাচনে স্বতন্ত্র থেকে বিজয়ী আবদুল ল‌তিফ সি‌দ্দিকী। এতে টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌কে প্রায় ৮ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৯ জানুয়া‌রি) দুপু‌র ১ টার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ২০ মিনিট) মহাসড়কে অবস্থান নিয়ে আছেন ল‌তিফ সি‌দ্দিকী। 

আবদুল ল‌তিফ সি‌দ্দিকী ব‌লেন, আমার সমর্থক হাসমত আলী‌কে বিনা অপরা‌ধে থানায় আটক ক‌রে রাখা হ‌য়ে‌ছে। এ ছাড়া আরও ক‌য়েকজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিনাশ‌র্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থে‌কে যা‌ব না।

কা‌লিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক ঢাকা পোস্টকে জানান, হাসমত আলী একজন এজাহারভুক্ত আসামি। অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তা‌র করা হয়‌নি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।

পুলিশের হাতে আটক হাসমত আলী কালিহাতী উপ‌জেলার বাংড়া ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান। তিনি নির্বাচনে আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর সমর্থক হিসেবে কাজ করেছেন।

অভিজিৎ ঘোষ/এমজেইউ