কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার ঈদগাঁও উপজেলার ইসলামপুর জুমনগর এালাকার বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
বিজ্ঞাপন
ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কক্সবাজার যাচ্ছিল। কৃষক আব্দুস সাত্তার ইসলামপুর জুমনগরথেকে কৃষি কাজের উদ্দেশ্যে ইসলামাবাদে যাওয়ার পথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।
সাইদুল ফরহাদ/আরএআর
বিজ্ঞাপন