জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে। শীতের পড়ন্ত বিকেলে খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসে।

গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার মাঠে গ্রামবাসীর আয়োজনে গরুর মই দৌড় অনুষ্ঠিত হয়। গরুর মই দৌড় দেখতে মাঠে দর্শনার্থীদের ঢল নামে। 

খেলায় ১৪টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে খেলায় প্রথম হয়েছেন নূরনবী মন্ডল, দ্বিতীয় হয়েছেন হেলাল উদ্দিন, তৃতীয় হয়েছেন, আব্দুল বারেক। প্রথম পুরস্কার হিসেবে ছিল ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার বড় পাতিল‌।

এ খেলায় চারটি করে গরু একত্রিত করে গরুর সঙ্গে মই রশি দিয়ে লাগানো হয়। পরে মইয়ের ওপর দুইজন চড়ে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করেন। যিনি আগে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন তিনিই প্রথম হন।

খেলা দেখতে আসা দশম শ্রেণির শিক্ষার্থী জুথি আক্তার বলে, এই মই দৌড় খেলা সম্পর্কে বাবা-দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি। আগে কখনোই দেখিনি, জীবনে প্রথম এই খেলা দেখলাম। খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না। খেলা দেখলাম খুবই ভালো লাগলো। 

তামান্না রহমান নামে এক নারী বলেন, এই খেলা দেখে আমি খুবই আনন্দিত। খেলা দেখতে দুপুর ১২টা থেকে অপেক্ষা করছিলাম, অবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে খেলা শুরু হয়। এই খেলার আয়োজক কমিটিকে বলবো তারা যেন প্রতিবছরে এই খেলার আয়োজন করেন।

স্থানীয় বাসিন্দা রবি মন্ডল বলেন, ১৫ বছর আগে এই খেলা দেখছি, এর মধ্যে আর দেখিনি। গরুর মই দৌড় খেলা আয়োজন করেছে শুনে দেখতে এসেছি। অনেক জমজমাট খেলা হয়েছে।

গরুর মই দৌড় খেলার আয়োজক কমিটির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, আগে ঐতিহ্যবাহী গরুর মই দৌড় খেলা আয়োজন করা হতো। এখন প্রায় বিলুপ্তের পথে। তরুণ ছেলেমেয়ের এই খেলা সম্পর্কে জানলেও কখনো দেখেনি‌। নতুন প্রজন্মকে দেখানোর জন্যেই এ খেলার আয়োজন। 

রকিব হাসান নয়ন/আরএআর