সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মেহেদী সজল

দেশের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের ৪৪তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে গ্রুপ থিয়েটারের স্টুডিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল।

সাধারণ সভা শেষে গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন গ্রুপ থিয়েটারের সাবেক সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মেহেদী সজল।

১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন- সহসভাপতি, স্বপন খন্দকার ও শাহীন তালুকদার। সহ-সাধারণ সম্পাদক সেলিনা এ্যনি, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শিশির, অর্থ সম্পাদক মশিউর রেজা রিফাত, দপ্তর ও প্রচার সম্পাদক শহীদুল হক। নির্বাহী সদস্যরা হলেন- সৈয়দ দুলাল, অনিমেষ সাহা লিটু, মিথুন সাহা, আনোয়ার হোসেন শামীম ও নাজমুল আলম অভি।

কমিটি গঠন শেষে নবগঠিত কমিটিকে শপথ পড়ানো হয়। বিদায়ী সভাপতি সৈয়দ দুলাল নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য ও শব্দাবলীর পথচলা আরও দৃঢ়তার আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে প্রতিষ্ঠা পায় শব্দাবলী গ্রুপ থিয়েটার। তবে ১৯৯১ সাল থেকে স্ট্রডিও থিয়েটারের চর্চা শুরু করে। শব্দাবলীই সারা দেশের মধ্যে প্রথম স্টুডিও থিয়েটার যেখানে প্রতি শুক্র ও শনিবার নাটক প্রদর্শনী হয়ে থাকে। প্রদর্শনীর এই ধারা এখনো অব্যাহত রেখেছে থিয়েটারটি।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ