ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল এফএনবি
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রকৃতির এই বিরূপ আবহাওয়াকে সহনীয় করে তুলতে ভূপেন হাজারিকার শতাব্দীর সেরা ‘মানুষ মানুষের জন্যে’ গানে সাড়া দিয়েই ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষের পাশে এসেছে এনজিও ফেডারেশন অব বাংলাদেশ (এফএনবি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গুচ্ছগ্রাম ও সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে তারা। তীব্র শীতে উষ্ণতার ছোঁয়ায় একটি কম্বল পেয়ে খুশি এখানকার অসহায় মানুষ।
বিজ্ঞাপন
এফএনবি আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন ও ব্রাক সমন্বয়ক মোছাম্মৎ শরিফা খাতুন শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন।
এ সময় ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ সানোয়ার হোসেন, পিআইও জাহাঙ্গীর হোসেন, আরডিআরএস বাংলাদেশের জোনাল ম্যানেজার মোহাম্মদ গোলজার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া ওইদিন সকালে এসো জীবন গড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ে ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আরিফ হাসান/এএএ