বান্দরবানে বীর বাহাদুর উশৈসিংকে নাগরিক সংবর্ধনা
বান্দরবান আসনে টানা সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলার ঐতিহাসিক রাজার মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো কর্মী-সমর্থক ফুল ছিটিয়ে, গলায় মালা পরিয়ে তাকে বরণ করে নেন।
সম্প্রীতির নৃত্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পরে একে একে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বীর বাহাদুর উশৈসিংকে বরণ করে নেন।
বিজ্ঞাপন
বীর বাহাদুর উশৈসিং বলেন, আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি ১৯৯১ সাল থেকে এই পর্যন্ত আমাকে বান্দরবানবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। ১৯৯১ সাল থেকে বান্দরবানের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। এই নির্বাচনে বান্দরবানের মানুষ সপ্তমবারের মতো ভালোবেসে আমাকে জেলার উন্নয়নের সুযোগ দিয়েছেন। এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও আমি আপনাদের পাশে থাকব।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর মেয়র মো. সামসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর প্রমুখ।
বীর বাহাদুর উশৈসিং ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পার্বত্য জেলা বান্দরবান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
বিজ্ঞাপন
আরএআর