ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে শীতবস্ত্র পাইয়ে দেওয়ার কথা বলে দুই নারীর সোনার কানের দুল, গলার চেইন (রুপা) ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে ৩ ব্যক্তি। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে বড় মাঠের পশ্চিমের ঈদগাহ মিনারের পেছনে এ ঘটনা ঘটে।
 
এ সময় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া সরকারপাড়া গ্রামের মৃত দিলুর স্ত্রী জোসনা রানী (৬০) এর নগদ ৭শ টাকা এবং একই গ্রামের জগেনের স্ত্রী লক্ষী বালার গলার চেইন, কানের দুল ও নগদ ৮শ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেখানে তাদের অহাজারী দেখে বিষয়টি আশপাশের মানুষজন জানতে পারেন।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের হর্কাস মার্কেটে কাপড় কিনতে যান ওই ২ নারী। এ সময় অজ্ঞাত ৩ ব্যক্তি ওই নারীদের বাড়ির আশপাশে গরীব মানুষ আছে নাকি জানতে চায়। নারীরা গরীব মানুষ জানালে ৩ ব্যক্তি তাদের ঈদগাহ মিনারের পেছনের একটি বাড়িতে একজন হাজী শীতবস্ত্র ও নগদ টাকা প্রদান করছে বলে নিয়ে যায়। সেখানে একটি সরু গলির মধ্যে ওই নারীদের গলার চেইন, কানের দুল ও নগদ ১৫০০ টাকা লুট করে নেই। এ সময় ওই ২ নারী কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দিলে পুলিশ এসে তাদের সদর থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ ওয়াহেদ মুঠোফোনে বলেন, এ বিষয়টি জেনেছি। তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএ