খুলনায় সাড়ে চার লাখ জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার
খুলনায় ৪ লাখ ৬১ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে লবনচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তি হলেন, মাদারীপুরের মো. সেকেন্দার আলীর ছেলে মো. মহসিন আলী (৫০)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে লবনচরা থানা পুলিশের একটি চৌকস টিম সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ নয়ন টেলিকমের সামনে রাস্তার উপর হতে টাকা জাল চক্রের সক্রিয় সদস্য মো. মহসিন আলীকে ৪ লাখ ৬১ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়।
এমএসএ