নির্বাচন পরবর্তী সহিংসতা : চুয়াডাঙ্গায় ২ জনকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালিতে ঈগল প্রতীকের (পরাজিত) স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার দুই কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ঘরবাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কবিখালি মোড়ে এঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি গ্রামের সরকারপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৭) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে নয়ন মিয়া (৩০)।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলি ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর আমি সদর হাসপাতালে গিয়েছিলাম। আহত দুজনের সঙ্গে কথা বলেছি। তারা নির্বাচনে ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। তবে বিষয়টি নির্বাচন পরবর্তী সহিংসতা কিনা তা ঘটনার তদন্তের পরই জানা যাবে। ঘরবাড়ি ভাংচুরের কোনও ঘটনা আমার জানা নেই। আহতদের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
আহত নয়নের বাবা শুকুর আলী অভিযোগ করেন, আমার ছেলে নির্বাচনে ঈগল প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছিল। এ কারণে আজ নৌকা প্রতীকের ২০-৩০ জন কর্মী আমার বাড়ি ভাংচুর করে। আমার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়েছে। আমি হাসপাতালে ছেলের কাছে যেতে পারছি না। আতঙ্কে আছি।
ঈগল প্রতীকের পক্ষে কাজ করা চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার ঢাকা পোস্টকে বলেন, ঈগল প্রতীকের পক্ষে কাজ করায় আমাদের দুজন কর্মী সোহেল রানা ও নয়নকে এলোপাতাড়ি কুপিয়েছে নৌকা প্রতীকের কর্মীরা। এছাড়া বাড়িঘর ভাংচুর করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন ঢাকা পোস্টকে বলেন, সোহেল রানার মাথাসহ শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কমুক্ত কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
অপর চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নয়নের মাথা-পাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ক্ষতস্থানে ১৫-২০টা সেলায় দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত কিনা এখনই বলা সম্ভব নয়।
এ বিষয়ে জানতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ছোলায়মান হক জোয়ার্দ্দারকে ব্যক্তিগত নাম্বারে কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে চুয়াডাঙ্গা-১ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছিলেন ৭২ হাজার ৭৬৮ ভোট। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৮১টি। ভোট পড়ে ৩৪ শতাংশ।
আফজালুল হক/টিএম