ঠাকুরগাঁও‌য়ে মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতি করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ‌্যরা‌তে সদর উপ‌জেলা ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়‌কের পুরাতন বিমানবন্দর এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

প‌রে শ‌নিবার আদাল‌তের মাধ‌্যমে ওই চার যুবক‌কে কারাগা‌রে পাঠায় পু‌লিশ।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়‌কের পুরাতন বিমানবন্দর এলাকায় শ‌নিবার রাত ২টার দিকে একদল ডাকাত রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দেয়। এ খবর শুনে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব‌্যক্তিরা হ‌লো- ঠাকুরগাঁও সদর উপ‌জেলার বেলতলা গ্রা‌মের হারুন ইসলাম (২০), একই গ্রা‌মের মো. আনারুল (২৭), হরিনারায়নপুর গ্রা‌মের আনোয়ার হোসেন (৩০) ও আরাজি পস্তমপুর গ্রা‌মের বিপুল ইসলাম (২৪)।

সদর থানার ওসি এবিএম ফি‌রোজ ওয়া‌হিদ ব‌লেন, আসা‌মি‌দের বিরু‌দ্ধে মামলা হওয়ার পর আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরিফ হাসান/টিএম