দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি, তবুও স্কুলে শিক্ষার্থীরা
তীব্র শীত আর হিমেল হাওয়ায় দিনাজপুরে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে, তাপমাত্রা নেমে গেছে ৮ দশমিক ১ ডিগ্রিতে। জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও খোলা রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়! যদিও কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে বিদ্যালয় বন্ধ থাকার সরকারি নির্দেশনা রয়েছে।
চিরিরবন্দর দারুলফালা আলিম মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার ব্যাগ কাঁধে নিয়ে মাদ্রাসা যাচ্ছে। মাদ্রাসা বন্ধ কি না জানতে চাইলে সাদিয়া বলেন, মাদ্রাসা বন্ধ দেয়নি। তীব্র ঠান্ডা হলেও মাদ্রাসা যেতে হচ্ছে। না হলে আমি পড়াশোনায় পিছিয়ে পড়ব।
বিজ্ঞাপন
গ্রিনল্যান্ড কলেজের শিক্ষার্থী তাজদিকা লাবনি বলেন, কলেজ তো বন্ধ দেয়নি। ঠান্ডা হলেও কিছু করার নেই, কলেজে যেতে হবে।
বিজ্ঞাপন
এক শিক্ষার্থীর অভিভাবক মুরশিদা খাতুন বলেন, আমার ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ছে। শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় বাচ্চাকে স্কুলে পাঠানো নিয়ে ভয় কাজ করছে। তবুও স্কুলে পাঠাতে হচ্ছে।
চিরিরবন্দর সরকারি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস চন্দ্র রায় বলেন, শিক্ষামন্ত্রণালয়ের তথ্যমতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসলে বিদ্যালয় বন্ধ থাকার কথা। কিন্তু সোমবার দিনাজপুরে তাপামাত্র ৮ ডিগ্রিতে নামলেও বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা পাইনি।
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এখনো স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইমরান আলী সোহাগ/এএএ