নোয়াখালীতে হাশেম লোক উৎসব শুরু, কাল পদক প্রদান
নোয়াখালী আঞ্চলিক গানের জনক অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী হাশেম লোক উৎসব শুরু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হাশেম উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার।
বিজ্ঞাপন
এর আগে মাইজদী আদালত ভবনের দীঘির পাড়ে শিল্পী মোহাম্মদ হাশেমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও কোরআন তেলোয়াত করা হয়।
হাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, আসাদুজ্জামান কাজল, সানজিদা সুলতানাসহ অনেকে। মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তফা মনওয়ার সুজন উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রদান করা হবে হাশেম পদক ও সম্মাননা। এবার পদক পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এ ছাড়া শিল্প, সাহিত্য ও সংস্কৃতিসহ জনকল্যাণে বিশেষ ভূমিকার জন্য হাশেম লোক উৎসব-২০২৪ সম্মাননা দেওয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমিতির সেক্রেটারি মফিজুর রহমান খান বাবু। এরপর সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এএএ