তীব্র শীতে কারণে দুই দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) খুলছে রাজশাহী সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, তীব্র শীতের কারণে রাজশাহী সব প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়গুলো দুদিন ছুটি ছিল। আবহাওয়া অফিসের সঙ্গে তাদের কথা হয়েছে, তারা জানিয়েছে তাপমাত্রা বাড়তে পারে। যেহেতু সোমবার (২২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির ঘরে। তাই আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) খোলা থাকবে রাজশাহী সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। আগের নিয়মে চলবে পাঠদান।

জানা গেছে, তীব্র শীতের কারণে গত শনি ও রোববার বন্ধ ছিল রাজশাহী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তবে স্কুলগুলোতে পাঠদান ছাড়া সব ধরনের কার্যক্রম সচল ছিল। পূর্ব ঘোষণা ছাড়া বন্ধের সিদ্ধান্তে অনেক শিশু শিক্ষার্থীরা স্কুলে এসে ছুটির কারণে ফিরে গেছে।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজশাহী সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। আগের নিয়মে পাঠদান চলবে।

অপরদিকে, রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সব মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে। যদি তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামে তাহলে স্কুল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শাহিনুল আশিক/এসকেডি