বরগুনায় বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে সংগঠনের পদ থেকে সাময়িক অব্যাহতির পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞার উপস্থিতিতে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু এ বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সহ-সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কবির, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

এর আগে গত রোববার রাত ১১টার দিকে বরগুনার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছগীরের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়াও ওই সংগঠনটির অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় সোমবার সকাল থেকে বাস ধর্মঘটের ঘোষণা দেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। এছাড়া ভুক্তভোগী ছগীর হোসেন এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস ও এ ঘটনায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকক ইমাম হাসান শিপন জোমাদ্দারকে অব্যাহতির ঘোষণা দিলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। 

এ বিষয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ কর্তৃক অভিযুক্ত আসামিদের দ্রুতসময়ের মধ্যে গ্রেপ্তার করার আশ্বাস দেয়ায় আমরা আমাদের ঘোষিত বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।

এ বিষয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, কার্যকরি কমিটির সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ও সাধারণ শ্রমিকদের কথা চিন্তা করে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারকে সাময়িকভাবে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করতে এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদককে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, ধর্মঘটের শুরু থেকেই সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের আশ্বাস এবং তৎপরতায় বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস ও মিনিবাস সমিতি।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা নিশ্চিত হয়েছি এজাহারভুক্তরা কেউ বরগুনায় অবস্থান করছে না। তবে দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

আব্দুল আলীম/এমএএস