পাঁচ রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনে সনাক্তকারী হয়ে সিল ও স্বাক্ষর দিয়ে সুপারিশ করায় এক ইউপি সদস্যকে অপসারণ করা হয়েছে। ওই ইউপি সদস্যের নাম তাপস কুমার হোড় (৪৯)। তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারি সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

এ ঘটনায় কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা জানতে চেয়ে এর আগে তাকে নোটিশ দেওয়া হয়েছিল। তার দেওয়া জবাব সন্তোষজনক মনে হয়নি জেলা প্রশাসকের কাছে। 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সালথা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য পাঁচ রোহিঙ্গার আবেদনের একটি বিষয় জানাজানি হলে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত করে দেখা যায়, রোহিঙ্গাদের আবদেনপত্রে সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন ইউপি সদস্য তাপস কুমার হোড়।  

জহির হোসেন/এনএফ