সিরাজগঞ্জে তাপমাত্রা কমলেও দেখা মিলেছে সূর্যের
সিরাজগঞ্জের তাপমাত্রা আবারও প্রায় ২ ডিগ্রি কমেছে। তবে আজকে চারপাশে নেই সেই কুয়াশার দাপট। সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। ছুটির দিনটিতে সকাল থেকেই শীতের মিষ্টি রোদ যেন আনন্দ বাড়িয়ে দিয়েছে খেটে-খাওয়া মানুষগুলোর পাশাপাশি শিশু ও তরুণদের। এদিন সকাল থেকেই তারা সিরাজগঞ্জ স্টেডিয়ামে ব্যস্ত হয়ে পড়েছে নানান খেলাধুলায়।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই সূর্যের দেখা মেলায় জনজীবনে যেন আবার অনেকটা স্বস্তি ফিরে এসেছে।
বিজ্ঞাপন
বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, সকাল ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় কিছুটা কমে সেটা ১০ দশমিক ৩ ডিগ্রিতে দাঁড়ায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ সকাল থেকেই আকাশে সূর্যের দেখা মিলেছে। তবে ২৮ জানুয়ারির দিকে শীত আরও একটু বাড়তে পারে, তারপরে আবার কমবে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের হিসেবেও তাপমাত্রা আজ এক ডিগ্রি কমেছে। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।
এদিকে শীতের এই ছুটিরদিনে সকাল থেকেই সূর্য যেন শিশু-কিশোরদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। সকাল থেকেই তারা সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই স্টেডিয়ামজুড়ে কয়েকটি গ্রুপ হয়ে খেলাধুলা করছে নানান বয়সী শিশু-কিশোররা।
আরাফাত নামে ৮ বছরের এক শিশু ও জুবায়ের নামে ১৪ বছরের এক কিশোর ফুটবল ও ক্রিকেট খেলছে স্টেডিয়ামে। তারা ঢাকা পোস্টকে বলে, কয়েকদিন হলো শীতের জন্য স্কুল বন্ধ, কিন্তু প্রতিদিন সকাল হলেই পড়াশোনা করতে হয় তাই বাসা থেকে খেলতে আসতে দেয় না। কিন্তু আজ শুক্রবার তাই সকাল সকাল স্টেডিয়ামে খেলতে চলে আসছি। সকাল থেকেই আকাশে রোদ ওঠায় আজ খেলে দারুণ মজা পাচ্ছি। শীত বেশি থাকলে খেলতেও কষ্ট হয়।
শুভ কুমার ঘোষ/এএএ