হাতীবান্ধায় ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত
লালমনিরহাটের হাতীবান্ধায় গরুভর্তি একটি ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের দইখাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন উপজেলার টংভাঙ্গা এলাকার আব্দুর রহমান ছেলে। তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসায়ী ছিলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসার জন্য গরু কিনে পার্শ্ববর্তী চামটার হাট থেকে ভটভটিতে বাড়ি ফিরছিলেন আফজাল হোসেন। পথিমধ্যে দই খাওয়া বাজার এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ি ও গরুর নিচে চাপা পড়েন ব্যবসায়ী আফজাল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, গরুভর্তি ভটভটি উল্টে আফজাল হোসেনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিয়াজ আহমেদ সিপন/এএএ