বগুড়ায় এনআর‌বি‌সি ব্যাংকের সিন্দুক ভে‌ঙে প্রায় ১০ লাখ টাকা লু‌টের ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। শ‌নিবার বি‌কেল ৪টার দি‌কে ব্যাংক‌টির শাখা ব্যবস্থাপক রা‌শেদুল ইসলাম সদর থানায় মামলা‌টি দা‌য়ের ক‌রেন। সন্ধ্যার দিকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া থানা পু‌লিশের প‌রিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান। 

তিনি ব‌লেন, এনআর‌বি‌সি ব্যাংকের পল্লী মঙ্গল হাট উপ-শাখা‌র টাকা চুুরির ঘটনায় মাম‌লা করেছেন রাশেদুল ইসলাম। মামলায় একা‌ধিক ব্যক্তি‌কে অজ্ঞাত আসামি করা হ‌য়ে‌ছে। 

এর আগে শুক্রবার রা‌তে বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল এনআরবিসি ব্যাংকের উপ-শাখার সিন্দুক ভেঙে ৯ লাখ ৭৮ হাজার চুরি ক‌রে‌ পা‌লিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভো‌রের দি‌কে বিষয়টি জানাজানি হয়। এরপর ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। 

ব্যাংকটির কর্মকর্তাদের সূত্রে জানা যায়, উপশাখাগুলোয় শুধুমাত্র ঋণ প্রদান, আদায়ের কাজ করা হতো। এই শাখায় তিন জন স্টাফ ছিলেন। সাধারণত এ ধরনের শাখার আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা থাকে। তবে বৃহস্পতিবার হিসাব ক্লোজের পর সেগুলো ব্যাংকে জমা দিয়ে দেন উপশাখাগুলোর স্টাফরা। কিন্তু গত ২৫ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানের ঋণের কিস্তি জমা দিতে দেরি হয়। এজন্য ব্যাংকে জমা দিতে পারেনি। তারপরই এমন ঘটনা ঘটে।

আসাফ-উদ-দৌলা নিওন/এমএএস