নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত সৌরভ হোসেন সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে। 

আহতরা হলেন- বাঁধেরহাট এলাকার মনির হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৫), মো. রিয়াজ (২১), রতনপুর গ্রামের জাফর আহমদের ছেলে নাজিম উদ্দিন (১৮) ও একই গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. রাকিব (২৪)।

আহত চারজনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে মো. রাকিব ও রিয়াজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং নাজিম উদ্দিন ও রাকিবকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামে সিফাত গ্রুপ ও রিয়াদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে দুপুরের দিকে সিফাত গ্রুপ ও রিয়াদ গ্রুপের মধ্যে স্থানীয় বাঁধেরহাট বাজারে সংঘর্ষ শুরু হয়। এ সময় আবুধাবী প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে। 

হাসিব আল আমিন/আরএআর